প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৩ ১১:৪৬:৪৬ | আপডেট: ২ years আগে
তামিলনাড়ুতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০

ভারতের তামিলনাড়ুতে একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহতের সংখ্যা ২০ জনেরও বেশি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২৬ আগস্ট শনিবার ভোরে ভারতের তামিলনাড়ুর মাদুরাই রেলস্টেশনে দাড়িয়ে থাকা পুনালুর-মাদরাই এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগে।

পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। তবে ট্রেনের অন্য বগিগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ।

ইতোমধ্যে দেশটির দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। ট্রেনটি পর্যটন ট্রেন ছিল বলে জানা গেছে।

ভয়াবহ এই রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ টাকার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের রেলওয়ে বিভাগ।