প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে কাবুলে আইএসআই প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১ ১১:২৮:১২ | আপডেট: ৩ years আগে
তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে কাবুলে আইএসআই প্রধান
আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ

এক দিনের সফরে আফগানিস্তানের রাজধানী কাবুল পৌঁছেছেন পাকিস্তান ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ।

শনিবার সিনিয়র পাকিস্তানি কর্মকর্তাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল নিয়ে কাবুল পৌঁছান তিনি।

জানা গেছে, তালেবান নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি আফগানিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন ফয়েজ হামিদ।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী সংগঠনগুলো যেন অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিতে পারে না তা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করবেন আইএসআই প্রধান।

সূত্র আরও জানিয়েছে, তালেবান নেতৃত্বের সাথে দেখা করে দুই দেশের মধ্যকার একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন হামিদ। এর মধ্যে পাক-আফগান সীমান্তের পরিস্থিতির পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য অনেক বিষয় রয়েছে বলে জানা গেছে।

এছাড়া কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করবেন আইএসআই প্রধান।

এসময় তালেবানদের ভয়ে পালিয়ে আসা আফগান নাগরিকদের পাকিস্তানের মাধ্যমে প্রত্যাবাসন এবং ট্রানজিটের বিষয় নিয়ে তারা আলোচনা করবেন বলে জানা গেছে।