প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪১:২৬ | আপডেট: ২ years আগে
তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়ালো

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুর মিছিল থামছেই না। প্রতি ঘণ্টায় ঘণ্টায় মৃত্যু সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার পর্যন্ত দেশ দুইটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ হাজার ১৫০ জনে দাঁড়িয়েছে। (খবর রয়টার্স)

অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, শুধু তুরস্কের নিহতের সংখ্যা ২০ হাজার ৬৬৫ ছাড়িয়েছে। অন্যদিকে সিরিয়ায় শক্তিশালী এ ভূমিকম্পে নিহত হয়েছেন তিন হাজার ৫০০ জন।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে সিরিয়ায় অর্ধকোটির বেশি মানুষ বাস্তুহারা হতে পারে এবং তুরস্ক ও সিরিয়ায় জরুরি ভিত্তিতে অন্তত ৯ লাখ লোকের গরম খাবার দরকার।

দুই দেশের কর্তৃপক্ষ আশঙ্কা করছেন, ধ্বংসস্তুপের নিচ থেকে নতুন করে জীবিত কাউকে উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি করছেন কিন্তু তাদের ডাকে সাড়া দেয়ার মত প্রায় কেউ নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমান করছে, তুরস্ক-সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন। দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।