প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তুরস্কে ভবন নির্মাণে অনিয়মে ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫২:৪৭ | আপডেট: ২ years আগে
তুরস্কে ভবন নির্মাণে অনিয়মে ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু

যথাযথ আইন মেনে ভবন নির্মাণ না করায় তুরস্কে ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির সরকার।

শনিবার এ তথ্য জানান তুরস্কের আইনমন্ত্রী বেকির বজদাগ।

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ধসে পড়া ১ লাখ ৭৩ হাজার ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ৪৪ হাজারেরও বেশি মানুষ। ভবন নির্মাণে ত্রুটি থাকায় এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার।

তিনি বলেন, ভবন নির্মাণে ক্রটির সঙ্গে জড়িত থাকায় ইতিমধ্যে ৬শ ১২ জন সন্দেহভাজনের মধ্যে ১শ ৮৪ জন কারাগারে আছেন। তাদের মধ্যে ভবন নির্মাণের ঠিকাদার, মালিক ও ব্যবস্থাপক রয়েছেন।

অন্যদিকে ব্যাপক এই প্রাণহানির জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়ী করছেন তুরস্কের বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, নিয়ম-নীতি মেনে ভবন নির্মাণ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলেই এত প্রাণহানি।