প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তুরস্কে ভূ‌মিকম্পে নিখোঁজ এক বাংলাদে‌শি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৩:১২ | আপডেট: ১ year আগে
তুরস্কে ভূ‌মিকম্পে নিখোঁজ এক বাংলাদে‌শি উদ্ধার

ভূমিকম্পে তুরস্কের আজাজ শহরে নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নুর আলম নামের ওই বাংলাদেশি সুস্থ আছেন এবং বর্তমানে চিকিৎসাধীন। ইস্তানবুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কনসাল জেনারেল মোহাম্মেদ নুর আলম জানিয়েছেন, তুরস্কের স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় নুর আলমকে উদ্ধার করা হয়। তার সঙ্গী গোলাম সাইদ রিংকু এখনো নিখোঁজ রয়েছেন। তারা দুজন তুরস্কের আজাজ শহরে বসবাস করতেন। নিখোঁজ বাংলাদেশি রিংকুর বাড়ি বগুড়ায়।

কনসাল জেনারেল আরও বলেন, ‘ওই অঞ্চলে অল্পসংখ্যক বাংলাদেশি থাকেন। আমরা এখন পর্যন্ত আর কোনো হতাহতের খবর পাইনি। এ ছাড়া সাত বাংলাদেশি শিক্ষার্থীকে ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়ানতেপ অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। এখন ওই অঞ্চলে আবহাওয়া প্রায় শূন্য ডিগ্রির কাছে। বৈরী পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ধীরগতিতে চলছে।’

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা ৩ হাজার ৪১৯ জন জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২০ হাজার ৪২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে তুরস্কে ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনে হতাহতদের উদ্ধারে ২৫ হাজার কর্মী কাজ করছে।