প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তুরস্কে ২০০ সমকামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২ ১৩:৫৭:১৭ | আপডেট: ২ years আগে
তুরস্কে ২০০ সমকামী গ্রেপ্তার

তুরস্কে প্রায় ২০০ সমকামী সমর্থক ও আন্দোলকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সারা বিশ্বে ২০ থেকে ২৬ জুনের মধ্যে প্রাইড মার্চের আয়োজন করা হয়। সমকামীদের এই আয়োজন থেকেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। কারণ, তুরস্কে সমকামিতা নিষিদ্ধ। খবর রয়টার্স, এএফপির।

সমকামীদের আয়োজনকে প্রাইড মার্চ বলা হয়। এটির অনুমতি দেয় না তুরস্কের প্রশাসন। এরপরও হাজার হাজার কর্মী রাস্তায় নেমেছিলেন। ইস্তাম্বুলে তারা মিছিল বের করেছিলেন। সেখান থেকে অন্তত ২০০ সমকামীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

মিছিলকারীরা জানিয়েছেন, তাদের সমর্থনে দুই পাশের বাড়ি থেকে থালা বাজিয়ে তাদের স্বাগত জানানো হয়েছে।

কিন্তু পুলিশ মিছিল এগোতে দিতে চায়নি। বস্তুত, মিছিল আটকানোর জন্য ওি এলাকার সমস্ত গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছল। যানবাহন যাতায়াতে নিষেধ্জ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তারপরেও প্রাইড মার্চে অংশগ্রহণকারীরা ঘটনাস্থলে পৌঁছে যান। পুলিশ জানিয়েছে, ওই মিছিল এগোতে দিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটতো। স্থানীয় মানুষ হামলা চালাতে পারতো। সে কারণেই মিছিল এগোতে দেওয়া হয়নি।

যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে সংবাদসংস্থা এএফপি-র এক ফটোগ্রাফারও আছেন। বস্তুত, সাংবাদিকদের ক্লাবের তরফে জানানো হয়েছে, আরো বেশ কিছু সাংবাদিক আটক হয়েছেন। তাদের মারা হয়েছে বলেও অভিযোগ।

২০১৫ সাল থেকে তুরস্কে প্রাইড ওয়াকের উপর নিষেধাজ্ঞা আছে। তবে প্রতিবছরই কিছু মানুষ জড়ো হন। কিন্তু এবার পুলিশের সংখ্যা ছিল আগের চেয়ে অনেক বেশি।