ডেন্টাল সার্জন থেকে অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে ওঠা ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহা রাজ্যের ১২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
রোববার আগরতলার রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য্য তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে শনিবার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার পদ থেকে পদত্যাগ করেছেন।
৬৯ বছর বয়সী সাহা গত ৩১ মার্চ রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং শনিবার বিজেপির আইনসভায় দলের নেতা হিসেবে তিনি নির্বাচিত হন। এরপর তিনি রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের সঙ্গে দেখা করে একটি চিঠি দিয়ে সরকার গঠনের দাবি করেন।
মানিক সাহা ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আগরতলার বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালের অধ্যাপক। সেইসঙ্গে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন।
২০২১ সালে সাহা বিদায়ী মুখ্যমন্ত্রী দেবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ত্রিপুরা বিজেপি প্রদেশ কমিটির সভাপতি হন।
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভার নির্বাচন হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরে সাবেক রাজ্য বিজেপির সভাপতি দেব বলেন, দলের স্বার্থে এবং আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা বিবেচনা করে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতায় আসে এবং বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হন।