প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৩ ১৫:১২:৪৫ | আপডেট: ২ years আগে
ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেব

নতুন বছরের শুরুতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগেই উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেবের পৈতৃক বাড়িতে হামলা চালাল দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরসহ বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার।

বিপ্লব দেবের অভিযোগ, বুধবার তার বাবার বার্ষিক পারলৌকিক অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। এর আগে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তার গ্রামের বাড়িতে হামলা চালায়, গাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর তিনি রাজ্য পুলিশের মহা-পরিদর্শককে ফোন করে অভিযোগ করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান।

বিপ্লব দেবের গ্রামের বাড়ি উদয়পুরের জামজুরিতে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগেও একাধিকবার হামলার শিকার হয়েছিলেন বিপ্লব দেব।

এদিকে বিজেপির অভিযোগ, যারা বিপ্লবের বাড়িতে আগুন লাগিয়েছে তারা সিপিএম সমর্থক। যদিও সিপিএমের তরফ থেকে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আগুন লেগে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে।