প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

থাইল্যান্ডে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪ ১০:৪৫:৩২ | আপডেট: ৩ মাস আগে
থাইল্যান্ডে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০

থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।এএফপি, রয়টার্স, ওয়াশিংটন পোস্টসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার দূরে সুফান বুরি প্রদেশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। তবে ২০টি মরদেহ খুঁজে পেয়েছেন তারা। 

প্রাদেশিক গভর্নর নাত্তাপাত সুবানপ্রতীপ বলেছেন, ‌‌‘কারখানার সব শ্রমিক নিহত হয়েছেন কিনা আমরা বলতে পারছি না। কর্মকর্তারা তদন্তের জন্য বিস্ফোরণস্থলে প্রবেশ করছেন। তারা জীবিত কাউকে পাননি।’

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে কারখানাটি বৈধভাবে করা হয়েছিল কি না জানতে চেয়ে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজির কারখানায় একই ধরনের দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ জন প্রাণ হারান এবং শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে।