প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

থামছে না মৃত্যুর মিছিল, প্রাণহানি ২৪ হাজার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৫:৫৬ | আপডেট: ২ years আগে
থামছে না মৃত্যুর মিছিল, প্রাণহানি ২৪ হাজার ছুঁইছুঁই

তুরস্ক-সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুর মিছিল থামছেই না। প্রতিনিয়ত নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৪২ হাজারে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ১৮৭ জন। অন্যদিকে জাতিসংঘ ও সিরিয়ান সরকার বলছে, সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ৮০০ ছাড়িয়েছে।

বিবিসি ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই দেশেই ধবংস্তুপের নিচে এখনও অনেকে আটকা আছে। তবে তাদের জীবিত উদ্ধারের আশা তেমন আর নেই বলে শঙ্কা উদ্ধারকর্মীদের।

তবে সবশেষ ২২৮ ঘণ্টা পর তুরস্কের আনতাকিয়ায় দুই শিশুসহ এক মাকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সিরিয়ায় মানবিক সাহায্য ঠিকমতো না পৌঁছায় দেশজুড়ে ক্ষোভ বাড়ছে।

সিরিয়ায় ভূমিকম্পে ৫০ লাখ ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জাতিসংঘ ৩৯৭ মিলিয়ন ডলার সাহায্যের আবেদন করেছে।