গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশের বাসিন্দারা। এতে প্রায় ৩০৬ জন নিহত হন। খবর সিএনএন।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। এতে দেশটির পূর্ব উপকূল অঞ্চলগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। ভেসে গেছে রাস্তা-ঘাট, বিধ্বস্ত হয়েছে বহু বাড়ি-ঘর। সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
দেশটির পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের সরকার এক টুইট বার্তায় জানান, বন্যা ও প্রাণহানির এই ঘটনা ইতিহাসের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোর মধ্যে একটি।
আঞ্চলিক সরকার জানিয়েছে, ভারী বৃষ্টির ফলে নিহত সকলের জন্য শোক প্রকাশ করছি এবং বন্যায় আটকে পড়া এবং ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিতে কাজ করা হচ্ছে। বন্যার কারণে যেসব জায়গায় যাওয়া সুযোগ হচ্ছে না; সেখানে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চালাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার দলগুলো।
প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই বন্যা উপকূলীয় শহর ডারবানসহ কোয়াজুলু-নাটাল প্রদেশের পুরো অঞ্চলজুড়েই আঘাত করেছে। বন্যাকবলিত এলাকার রাস্তাগুলোতে গভীর ফাটল ধরেছে। এছাড়া ডারবানের কাছে একটি প্রধান সেতু ভেসে গেছে, ফলে দু’পাশে আটকা পড়েছে বহু মানুষ।
এদিকে, মঙ্গলবার ডারবানে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে বুধবার জানিয়েছে আন্তর্জাতিক এই গণমাধ্যম।