দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫১ হাজার ৭৯২ জন। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়।
বুধবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে জিনহুয়া।
কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানিয়েছে, দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট দুই কোটি আট লাখ ৪৫ হাজার ৯৭৩ জনে দাঁড়িয়েছে।
ওমিক্রনের উপ-ধরণ ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় আগের দিনের চেয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
দক্ষিণ কোরিয়ায় এ মহামারি ভাইরাসে নতুন করে আরও ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৩৮২ জনে দাঁড়ালো। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হার ০.১২ শতাংশ।
এদিকে গত সপ্তাহ ধরেই দেশটিতে প্রতিদিন গড়ে এক লাখ ১৩ হাজার ৪০০ জনকে আক্রান্ত হতে দেখা যায়। নতুন করে আক্রান্তদের মধ্যে ৬১৫ জন বিদেশ ফেরত রয়েছেন।