প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দিল্লিতে বাড়ছে করোনা, জারি হতে পারে বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২২ ১১:০২:২৮ | আপডেট: ২ years আগে
দিল্লিতে বাড়ছে করোনা, জারি হতে পারে বিধিনিষেধ
সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ফের মাস্ক পরাকে বাধ্যতামূলক করার ভাবনাচিন্তা করছে প্রশাসন।

শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন যৌথ বিবৃতি দিয়ে এ খবর জানান।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। তবে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে না। তাই চিন্তার কোনও কারণ নেই।

আনন্দবাজারের খবরে বলা হয়, এক সময়ে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হতো। সংক্রমণ কমার ফলে সেই জরিমানা নেওয়াও বন্ধ করে দেয়া হয়েছিল। আবার তা চালু করার কথা ভাবছে প্রশাসন।

জানা যায়, ২০ এপ্রিল এই বিষয় নিয়ে বৈঠকে বসবে দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মকর্তারা। সেই বৈঠকেই মাস্ক এবং বিধিনিষেধ নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে দিল্লি ছাড়াও মহারাষ্ট্র, তেলঙ্গানাতে মাস্ক পরার নিয়ম শিথিল করা হয়েছিল। জরিমানার অর্থও কমিয়ে দেওয়া হয়েছিল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দিল্লিতে ২৯৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তা বেড়ে হয় ৩২৫ জন।