প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দেউলিয়ার পথে পাকিস্তান, দেশ ভেঙে যাওয়ার শঙ্কা ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২২ ১৪:০৯:৩৭ | আপডেট: ২ years আগে
দেউলিয়ার পথে পাকিস্তান, দেশ ভেঙে যাওয়ার শঙ্কা ইমরান খানের

পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে। যদি এ সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া না হয়, তাহলে দেশটি ভেঙে যেতে পারে।’ খবর জিও নিউজের।

বৃহস্পতিবার গণমাধ্যমটি বলছে, ‘একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে ইমরান খান মন্তব্য করেন যে দেশটি ‘আত্মহননের’ দ্বারপ্রান্তে। তাই এ সময় সঠিক সিদ্ধান্ত না নেয়া হলে পাকিস্তান দেউলিয়ার পথে এগিয়ে যাবে। এখানে মূল সমস্যা হচ্ছে পাকিস্তান ও ইস্টাবলিশমেন্ট। যদি ইস্টাবলিশমেন্ট সঠিক সিদ্ধান্ত না নেয়া হয়, তাহলে আমি লিখে দিতে পারি যে দেশ ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে সশস্ত্র বাহিনী আগে ধ্বংস হবে।’

ইমরান খান বলেন, ‘পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দু অন্য কোথাও ছিল বলে আভাস মিলেছে। ক্ষমতার ভরকেন্দ্রটি কোথায় ছিল, তা সবার জানা। পাকিস্তান যদি দেউলিয়া হয়ে যায়, তবে দেশের জন্য এর চেয়ে আর খারাপ কী ঘটতে পারে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার আসার পর থেকে রুপি ও শেয়ারবাজারের দরপতন হচ্ছে। সর্বত্র বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে যখন দায়িত্বে ছিলাম তখন কোনো সুবিধা ভোগ করতে পারিনি। ভালো কিছু করতে গেলেই বাধাপ্রাপ্ত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আগামীতে হয় সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে হবে, নতুবা দরকার নেই। প্রধানমন্ত্রী থাকাকালে আমাদের হাত বাঁধা ছিল। প্রতিটি ক্ষেত্রে আমরা ব্ল্যাকমেইলের শিকার হয়েছি। আমাদের হাতে ক্ষমতা ছিল না। সবাই জানেন যে পাকিস্তানে ক্ষমতা কোথায় থাকে। কাজেই তাদের ওপর নির্ভর করতে হয়েছে আমাদের।’