প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২২ ০০:৫৫:১৫ | আপডেট: ২ years আগে
দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছেন ম্যাক্রোঁ

ডানপন্থী নেতা মেরিন লে পেনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ফরাসি প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের সমর্থক, মধ্যপন্থি ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার সকালে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ইউরো নিউজের খবরে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৫৮ শতাংশ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থী প্রার্থী মেরিন লে পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট।

ফরাসি টেলিভিশন চ্যানেলের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রোববার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে লে পেনের ৪১.৫-৪৩.০ শতাংশ ভোটের বিপরীতে ৫৭.০-৫৮.৫ ভোট পেয়ে পুনরায় ফ্রান্সের প্রেসিডেন্টের গদিতে বসতে যাচ্ছেন ম্যাক্রোঁ।

এদিকে ভোটে বিশেষত তরুণদের কম আগ্রহ এবং বয়স্ক ও ধনী ভোটাররা অবকাশে থাকায় ভোটের হার কম বলে জানান পর্যবেক্ষকরা।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল।

এর আগে টেলিভিশন বিতর্কে লে পেন বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফ্রান্সে আইন করে হিজাব নিষিদ্ধ করবেন। ডানপন্থী পেনের এমন বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। নিন্দা জানান অনেকেই।

প্রসঙ্গত, ২০০২ সালের পর প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্ট হিসেবে পরপর দুবার নির্বাচিত হয়েছেন ম্যাক্রোঁ।