প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ধর্ষণচেষ্টার শাস্তি ৬ মাস নারীদের কাপড় ধোয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৪:১১ | আপডেট: ৩ years আগে
ধর্ষণচেষ্টার শাস্তি ৬ মাস নারীদের কাপড় ধোয়া

ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত একটি অভিনব সাজা দিয়েছেন এক তরুণকে। আদালত নির্দেশ দিয়েছেন, ৬ মাস বিনামূল্যে গ্রামের প্রায় ২ হাজার নারীর কাপড় ধুয়ে দিতে হবে ওই তরুণকে। শুধু ধুয়ে দিলেই হবে না, তাকে কাপড়গুলো ভালোভাবে ইস্ত্রিও করেও দিতে হবে।

এ ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মাঝোর গ্রামে। খবর বার্তা সংস্থা এএফপি।

মামলার সূত্রে জানা যায়, লালন কুমার নামে ২০ বছর বয়সী এক তরুণ গত এপ্রিলে স্থানীয় এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিহারের মধুবনী জেলার পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার সিং এএফপিকে বলেন, 'লালন কুমার জীবিকার জন্য কাপড় পরিষ্কারের কাজ করতেন। তাকে এপ্রিল মাসে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার করা হয়েছিল।'

তবে তার বিচারের জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

ওই গ্রামের প্রধান নাসিমা খাতুন আদালতের আদেশকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, 'ওই রায়ে নারীদের সম্মান ও মর্যাদা সুরক্ষিত হবে। গ্রামের সব নারী আদালতের সিদ্ধান্তে খুশি। গ্রামের এক বিশিষ্ট ব্যক্তি যিনি কুমারকে পর্যবেক্ষণ করবেন বলেও জানান নাসিমা।'

ওই গ্রামের আঞ্জুম পারভিন নামের এক নারী বলেন, 'এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং একটি ভিন্ন ধরনের শাস্তি যা সমাজে একটি বার্তা পাঠায়।'

২০১২ সালে নয়াদিল্লিতে গণধর্ষণের পর ভারতের ধর্ষণ আইনগুলি সংশোধন করা হয়েছিল। কিন্তু ২০২০ সালে ২৮ হাজারেরও বেশি ধর্ষণ ঘটনা ঘটেছে।

দীর্ঘদিন ধরেই পুলিশের বিরুদ্ধে অপরাধ রোধে যথেষ্ট কাজ না করা এবং যৌন নিপীড়নের মামলা আদালতে না আনার অভিযোগ রয়েছে।