ভারতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনো জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
এই ঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে। ওইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর ক্ষয়ক্ষতি ঠেকাতে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ভারতের দক্ষিণ-পূর্ব রেল।
শালিমার রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলোর চাকা বাঁধা হয়েছে লোহার শিকলে, যাতে ঝোড়ো হাওয়ায় ট্রেন গড়িয়ে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে। এছাড়া বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণাও করা হয়েছে। ৩ ও ৪ ডিসেম্বর রেলের কয়েকটি বিভাগে ২৭টি আপ এবং ২২টি দূরপাল্লার ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। যে যাত্রীরা আগে থেকে আসন সংরক্ষণ করেছিলেন তাদের মোবাইলে ম্যাসেজ পাঠাবে দেশটির রেল বিভাগ। তারা টিকিট বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন বলেও জানা গেছে।
এর আগেও দুর্যোগের কারণে ট্রেনের চাকায় লোহার শিকল জড়িয়ে তালা-চাবি দিয়ে বেঁধে রেখেছিলেন রেল-কর্মীরা।