প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নবীর অবমাননা: ভারতে ভেঙে দেয়া হচ্ছে প্রতিবাদকারীদের বাড়িঘর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২২ ১১:১৭:১৭ | আপডেট: ২ years আগে
নবীর অবমাননা: ভারতে ভেঙে দেয়া হচ্ছে প্রতিবাদকারীদের বাড়িঘর

মহানবী সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের নেতাদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গত সপ্তাহে বিক্ষোভ করায় অভিযুক্ত বেশ কয়েকজনের বাড়ি-ঘর ভেঙে দিয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্য কর্তৃপক্ষ। কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়,  নবীকে অবমাননাকর মন্তব্যকারী বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার শিরশ্ছেদ করার হুমকি দিয়ে একটি ভিডিও পোস্ট করায় এক যুবককে গ্রেপ্তার করেছে কাশ্মীরের পুলিশ। এরইমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটি সরিয়ে নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতার ইসলামবিরোধী মন্তব্যের প্রতিবাদে ক’দিন ধরেই ভারতজুড়ে মুসলিমরা রাস্তায় বিক্ষোভ করছেন।

এরই জেরে মুসলিম ও হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। উত্তরপ্রদেশে সংঘর্ষে সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কেউ কেউ এ মন্তব্যকে ধর্মীয় স্বাধীনতা রোধ ও বিজেপি শাসনে চাপ আর অপমানের সর্বশেষ উদাহরণ হিসেবে দেখছেন। তারা বলছে, নবীর অপমান থেকে শুরু করে হিজাব বিতর্ক মোদি সরকারের শাসনের নজির।

যদিও, এরই মধ্যে বিজেপি তার মুখপাত্র নুপুর শর্মাকে বরখাস্ত করেছে এবং অন্য নেতা নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে। তাদের মন্তব্যে বেশ কয়েকটি মুসলিম দেশের সাথে কূটনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি করেছে।

পুলিশ দুজনের বিরুদ্ধে মামলা করেছে। ভারত সরকার বলেছে, ওই নেতারা যে মন্তব্য করেছে, তা সরকারের দৃষ্টিভঙ্গী নয়। তাদের এ মন্তব্যকে ভারত সরকার সমর্থন করে না।