বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ নরওয়েতে তীর ও ধনুক নিয়ে এক ব্যক্তির হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী অসলো থেকে ৮০ কিলোমিটার দূরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কংসবার্গ শহরে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে সন্দেহভাজন হামলাকারীকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু এই হামলার পেছনে কী কারণ থাকতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিত করে জানায়নি তারা।
আটকের পর ওই ব্যক্তিকে ড্রামেন শহরের একটি থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পশ্চিমে একটি সুপার মাকের্টে এলোপাতারি তীর ছুড়ে হামলাকারী। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে ওই শহরের বড় একটি অংশ ঘিরে রেখেছে পুলিশ।
দেশটির পুলিশ কর্মকর্তা ওবিন্দ আস বলেন, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের তথ্যানুযায়ী ওই ব্যক্তি একাই এ হামলা চালিয়েছে। এ হামলার পেছনে সন্ত্রাসবাদীদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখা হবে।