নরওয়ের রাজধানী অসলোর একটি জনপ্রিয় নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন দুইজন এবং আহত হয়েছেন অন্তত ১৪ জন। খবর রয়টার্সের।
শনিবার রয়টার্স বলছে, শুক্রবার রাতে এই হামলা হয়েছে। এর মধ্যে হত্যায় সংশ্লিষ্টতার সন্দেহে একজনকে আটক করেছে দেশেটির পুলিশ।
অসলো পুলিশের মুখপাত্র টোরি বারস্টাড জানান, নাইটক্লাবটির কাছেই একটি পানশালা রয়েছে। সেখান থেকে বন্দুক নিয়ে নাইটক্লাবের সামনে এসে রাস্তায় দাঁড়িয়ে গুলি করতে থাকেন হামলাকারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ওই পানশালায় একটি ব্যাগ হাতে প্রবেশ করেছিলেন।
সন্দেহভাজন হামলারকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কী কারণে এই হামলা ঘটেছে, তাও জানা যায়নি।
পরে আহতদের অসলো ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।