প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নর্ডস্ট্রিম পাইপলাইনের ছিদ্রকে ‘নাশকতা’ বললেন ইইউ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৬:৪৩ | আপডেট: ১ year আগে
নর্ডস্ট্রিম পাইপলাইনের ছিদ্রকে ‘নাশকতা’ বললেন ইইউ প্রধান

বাল্টিক সাগরে নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনের ছিদ্র একটি ‘নাশকতার কাজ’ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

মঙ্গলবার নর্ডস্ট্রিম পাইপলাইনে ফুটো ধরা পড়ার পর এ মন্তব্য করেন ইইউ কমিশন প্রধান।

তিনি বলেন, ‘সক্রিয় ইউরোপীয় শক্তির অবকাঠামোর যে কোন ইচ্ছাকৃত ব্যাঘাত অগ্রহণযোগ্য’।

এ ঘটনায় শক্তিশালী প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন ইইউ কমিশন প্রধান।

টুইটারে তিনি লিখেন, ‘কেন এটা ঘটলো সে বিষয় সুস্পস্ট হতে এখন ঘটনার তদন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেন, এটি নাশকতা নাকি হামলার কারনে হয়েছে তা নিশ্চিতের অপেক্ষায় আছি আমরা।

নর্ডস্ট্রিম পাইপলাইন-১ এবং নর্ডস্ট্রিম পাইপলাইন-২ এর ছিদ্রের জন্যে ইউক্রেন রাশিয়াকে দায়ী করে বলেছে, এটি সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু নয়।