প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নাইজেরিয়ার মসজিদে হামলায় ইমামসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২ ২১:৩৪:১৯ | আপডেট: ১ year আগে
নাইজেরিয়ার মসজিদে হামলায় ইমামসহ নিহত ১২

নাইজেরিয়ার মসজিদে বন্দুক হামলায় ইমামসহ অন্তত বার জন মারা গেছে।

স্থানীয় সময় শনিবার দেশটির উত্তরাঞ্চলের একটি মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ সময় আরও কয়েকজনকে মসজিদ থেকে অপহরণ করা হয়। এই হামলাকারীরা দস্যু হিসেবে পরিচতি। তারা আক্রমণ করে, মানুষকে হত্যা করে এবং মুক্তিপণের জন্য অপহরণও করে। হামলাকারীরা গ্রামবাসীদের থেকে ফসল চাষ এবং তার সুরক্ষার জন্য ফিও দাবি করে।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘বন্দুকধারীরা মোটরসাইকেলে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। যার ফলে মসজিদে নামায পড়তে আসা ব্যক্তিরা পালাতে বাধ্য হয়। এ সময় তারা প্রধান ইমামসহ বার জনকে গুলি করে হত্যা করে।’

ফুয়ান্তার আরেক বাসিন্দা আবদুল্লাহ মোহাম্মদ বলেন, ‘এরপর তারা বেশ কিছু লোকজনকে জড়ো করে ঝোঁপের কাছে নিয়ে যায়। আমি প্রার্থনা করছিলাম নিরীহ মানুষগুলো যেন দস্যুদের কাছ থেকে রেহায় পায়।’

কাটসিনা পুলিশের মুখপাত্র গাম্ব ইসাহ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কয়েকজন বাসিন্দার সহযোগিতায় নামায পড়তে আসা কয়েকজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।’