প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন: ভোট গণনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৭:০২ | আপডেট: ২ years আগে
নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন: ভোট গণনা চলছে

নিরাপত্তা আশঙ্কা ও নানা অব্যবস্থাপনার মধ্যে নাইজেরিয়ার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে ভোট গণনা। তবে চূড়ান্ত ফলাফল পেতে বেশ কয়েকদিন লাগবে বলে বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারিভাবে ফলাফল আগামী রোববার রাতে প্রকাশ হতে পারে। অনেক ভোটকেন্দ্র ভোট গণনা চলছে। অন্যদিকে কিছু ভোটকেন্দ্রে এখনো ভোটগ্রহণ চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যেই জিতুক তাকে নানা সংকটের মুখোমুখি হতে হবে।

দেশটির রাজনীতিতে প্রাধান্য পেয়ে আসছিল ক্ষমতাসীন এপিসি এবং পিডিপি। তবে এবারের নির্বাচনে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরসূরী হিসেবে তৃতীয় দল লেবার পার্টির পিটার ওবি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশটির বহু তরুণ ভোটার এই প্রার্থীকে সমর্থন জানিয়েছে।

বিবিসি বলছে, দেশটিতে নতুন প্রেসিডেন্ট যে হবেন তাকে যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে সেগুলো হচ্ছে নতুন মুদ্রা চালু করা, ধসে পড়া অর্থনীতি সামাল দেওয়া। তরুণদের মধ্যে চড়া বেকারত্ব দূর এবং নিরাপত্তার ব্যাপক অভাব কঠোরহাতে দমন করা।