প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নাগোরনো-কারাবাখ সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৫:৫৫ | আপডেট: ৭ মাস আগে
নাগোরনো-কারাবাখ সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে টানা দ্বিতীয় দিনের মতো চলছে আজারবাইজানের সামরিক অভিযান। গতকাল মঙ্গলবার দেশটি দাবি করে, সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে তারা। ইতোমধ্যে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এথনিক-আমেরিকান বিচ্ছিন্নতাবাদীরা আত্মসমর্পণ না করা পর্যন্ত অভিযান থামানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আজারবাইজান।

বুধবার সকালে আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, আর্মেনীয় সামরিক বাহিনীর অস্ত্র প্রতিহত করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের সামরিক গাড়ি, মিসাইল ও গুলি। এর আগে মঙ্গলবার ‘অবৈধ আর্মেনীয় সামরিক বাহিনী’কে তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছিল তারা।

কয়েকমাস ধরে বিরোধপূর্ণ এই অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হয়। বছর তিনেক আগে এই অঞ্চলকে ঘিরে আজারবাইজার ও আরমেনিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল। ১৯৯০ এর দশকের শুরুর দিকে সোভিয়েত ইউনিয়ন পতনের পর প্রথম আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধ শুরু হয়। এরপর ২০২০ সালে নাগারনো-কারাবাখ অঞ্চলে আবার যুদ্ধ বাঁধে।রাশিয়ার মধ্যস্থতায় সেই যুদ্ধ থামে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার নগোরনো-কারাবাখ ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘মহাসচিব এ যুদ্ধ অবিলম্বে বন্ধ করার ও উত্তেজনা হ্রাসের পাশাপাশি ২০২০ সালের যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা কঠোরভাবে পালনের জোরালো আহ্বান জানিয়েছেন।’