রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনিকে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছে ৪০০ জন।
শনিবার মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো জানায়, শুক্র ও শনিবার দেশজুড়ে অন্তত ৪০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৭৪ জনকে সেন্ট পিটার্সবার্গ থেকে ও ৪৯ জনকে মস্কো থেকে।
কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের দাবি, ৪৭ বছর বয়সী নাভালনি শুক্রবার হাঁটাহাটির পর অসুস্থ বোধ করেন। প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান। তখন জরুরিভাবে চিকিৎসক দলকে ডেকে আনা হয়। কিন্তু তাকে বাাঁচানো যায়নি।
ওভিডি-ইনফো জানায়, নাভালনির মৃত্যুর খবর শোনার পর তার প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে সমাবেশ করেন অনেকে। রাশিয়ার মোট ৩২টি শহর থেকে নাভালনির প্রতি শ্রদ্ধা জানানো লোকজনকে আটক করা হয়েছে।
২০২১ সাল থেকে কারাগারে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবে খ্যাত নাভালনি। গত বছরের শেষ দিকে তাকে রাশিয়ার উত্তর সাইবেরিয়ার ইয়ামালো-নেনেটস অঞ্চলে কারা কলোনিতে নেওয়া হয়। গত শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়।