প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নথি মামলা

নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৩ ১১:৫৪:৩৬ | আপডেট: ২ years আগে
নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। পুরনো ছবি

রাষ্ট্রীয় নথি অব্যবস্থাপনাসহ বেশ কিছু অভিযোগে বিচারের সম্মুখীন হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার আত্মসমর্পণ করলে ট্রাম্পকে গ্রেপ্তার দেখিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামির ফেডারেল আদালতে তোলা হয় এবং তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগের শুনানি হয়। এ সময় নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আদালতে প্রবেশের পর বিচারক জনাথন গুডম্যান সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান। এর পর সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।

বিবিসি জানিয়েছে, মামলায় হাজিরার পর কোনো শর্ত বা ভ্রমণ নিষেধাজ্ঞা ছাড়াই ট্রাম্পকে আদালত ছাড়ার অনুমতি দেওয়া হয়। এমনকি তার কাছ থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি।

তবে বিচারক গুডম্যান আদেশে বলেছেন, মামলার সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না ট্রাম্প।

মামলার অপর আসামি ট্রাম্পের সহকারী ওয়াল্ট নটাও আদালতে হাজির হয়েছিলেন। নটার পক্ষে স্থানীয় কোনো আইনজীবী না থাকায় আগামী ২৭ জুন পর্যন্ত অপরাধের অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দিতে হবে না তাকে।

আদালত মুচলেকা ছাড়াই ট্রাম্পের সহকারীকেও আদালত ছাড়ার অনুমতি দেন। তবে তাকেও অন্য সাক্ষীদের সঙ্গে কথা না বলার নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রীয় গোপনীয় নথি অবৈধভাবে নিজের কাছে রাখা এবং সেগুলো গোসলখানায় রেখে দেওয়ার মতো অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষে হোয়াইট হাউজ ছাড়ার পর ট্রাম্প বিধিবহির্ভূতভাবে নিজের কাছে যেসব নথি রেখে দিয়েছিলেন সেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রকল্পের অত্যন্ত গোপনীয় কিছু নথিও ছিল।

এ ছাড়া তদন্তকারীদের কাছে মিথ্যা বলা এবং তদন্তে বিঘ্ন তৈরির অভিযোগও আনা হয়েছে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এর আগে গত মার্চে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় ফৌজদারি মামলায় অভিযুক্ত হন ট্রাম্প।