প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নির্বাচনের আগের দিন পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৩:২২ | আপডেট: ২ মাস আগে
নির্বাচনের আগের দিন পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৬

বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের একদিন আগেই দেশটির বেলুচিস্তান প্রদেশে পৃথক স্থানে বিস্ফোরণে কমপক্ষে ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। (খবর ডন-এর)।

প্রতিবেদনে বলা হয়, বুধবার দুপুরে প্রথম বিস্ফোরণটি বেলুচিস্তানের পিশিনে স্বতন্ত্র প্রার্থী আসফান্দিয়ার কাকারের নির্বাচনি কার্যালয়ের বাইরে ঘটে। এতে কমপক্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়।

এর কিছুক্ষণ পরেই একই প্রদেশের কিল্লা সাইফুল্লাহ জেলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের (জেইউআই-এফ) নির্বাচনি অফিসের বাইরে দ্বিতীয় বিস্ফোরণের খবর পাওয়া যায়।

শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজাই জানিয়েছেন, এ ঘটনায় ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

পিশিনে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রাদেশিক পুলিশ প্রধান ও প্রাদেশিক মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। একই সঙ্গে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

ডন জানিয়েছে, এখন পর্যন্ত এসব বিস্ফোরণে দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

এদিকে বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী আলি মারদান খান ডোমকি এবং স্বরাষ্ট্র ও উপজাতি বিষয়কমন্ত্রী মীর জুবায়ের খান জামালি পিশিনে বিস্ফোরণের নিন্দা এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।