প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নির্বাচনের ফল পরিবর্তন চেষ্টার মামলায় অভিযুক্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৩ ১৫:১৫:২০ | আপডেট: ১ year আগে
নির্বাচনের ফল পরিবর্তন চেষ্টার মামলায় অভিযুক্ত ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া রাজ্যে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার চেষ্টায় অভিযুক্ত হয়েছেন। ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরি দ্বারা জারি করা ৪১ চার্জের নথিতে কারসাজি করার জন্য তাকে এবং অন্য ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ফুলটন কাউন্টি জেলা অ্যাটর্নি ফানি উইলিস ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি তদন্ত শুরু করেছিলেন।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয় সোমবার গভীর রাতে অভিযুক্ত করা আসামিদের তালিকায় ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, সাবেক হোয়াইট হাউস চিফ অব স্টাফ মার্ক মিডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান এবং বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্ক অন্তর্ভুক্ত রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযোগে জড়িত সহ-চক্রান্তকারীরা জানেন এবং ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের পক্ষে নির্বাচনের ফলাফল বেআইনিভাবে পরিবর্তন করার ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন।

এ বছর এই নিয়ে চতুর্থবার ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ট্রাম্প সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছেন এবং উইলিসকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযুক্ত করেছেন।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ২০২১ সালের ৬ জানুয়ারি যে হামলার ঘটনা ঘটেছিল, সেটি তদন্ত করতে গিয়ে ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়।