প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নির্বাচিত হলে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ করবেন পেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২২ ১৭:৫৯:৪০ | আপডেট: ২ years আগে
নির্বাচিত হলে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ করবেন পেন

প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফ্রান্সে আইন করে হিজাব নিষিদ্ধ করবেন বলে জানিয়েছেন বিতর্কিত প্রেসিডেন্ট প্রার্থী মেরিন ল্য পেন।

টেলিভিশন বিতর্কে এমনটায় বলেছেন ফরাসি প্রেসিডেন্টের এ পদপ্রত্যাশী। ডানপন্থী পেনের এমন বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিন্দা জানিয়েছেন অনেকেই।

বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। নিশ্চিতভাবে বলতে পারি আপনি গৃহযুদ্ধের সূচনা করতে যাচ্ছেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২৪ এপ্রিল। নির্বাচন সামনে রেখে বেশ জমে উঠেছে দুই প্রার্থীর টেলিভিশন বিতর্ক।

এক টেলিভিশন বিতর্কে ল্য পেন বলেছেন, ‘আমি যদি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হই, তাহলে দেশে হিজাব নিষিদ্ধ করে দেব। তবে হিজাব নিষিদ্ধ করলেও আমার যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়।’

বিশ্লেষকরা মনে করছেন, প্রথম পর্বে জয় পেলেও বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য দ্বিতীয় পর্বে জয়ী হওয়া কঠিন হবে।

প্রসঙ্গত, ২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি।