নেপালের তারা এয়ারের বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষের সন্ধানের পাশাপাশি ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির উদ্ধার কর্মীরা। বিমানটিতে সব মিলিয়ে ২২ জন আরোহী ছিলেন। বাকিদের সন্ধান চলছে। খবর কাঠমান্ডু পোস্টের।
সোমবার নেপালের সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, পাহাড়ে আছড়ে পড়ায় উড়োজাহাজটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। থাসাং গ্রামের সানো সোয়ারে ভিরে ১০০ মিটার এলাকাজুড়ে এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন- পাওয়া গেলো নেপালের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বার্তাউলা গণমাধ্যমকে বলেন, “বিমানটি বিধ্বস্ত হওয়ার জায়গা থেকে প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে মরদেহগুলো ছড়িয়ে ছিল। উদ্ধারকর্মীরা সব নিখোঁজ যাত্রীর দেহাবশেষ সন্ধান করছেন।”
তিনি জানান, বিমানটি সরাসরি পাহাড়ে আছড়ে পড়ায় তা টুকরো টুকরো হয়ে যায়। এতে ১৯ যাত্রী ও ৩ ক্রু ছিলেন। তাদের মধ্যে ২ জার্মান, ৪ ভারতীয় ও ১৩ জন নেপালি নাগরিক।