করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এর মধ্যেই মিলল অমর্ত্য সেনের করোনা আক্রান্ত হওয়ার খবর। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে শান্তিনিকেতনের পৈতৃক বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে রয়েছেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আগামী সোমবার আবারও করোনা পরীক্ষা করা হবে। তবে এখনও তার আরটি–পিসিআর পরীক্ষা হয়নি।
জানা গেছে, গত ১ জুলাই শান্তিনিকেতনের বাড়িতে আসেন অমর্ত্য সেন। এর কয়েক দিন পর তার শারীরিক অবস্থা ভালো নয় বলে খবর পাওয়া যায়। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয় তখন। এরপর করোনা পরীক্ষা করা হয়। সূত্র জানিয়েছে, আজ শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল ৮৯ বছর বয়সী অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। আবার ১০ জুলাই লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সবকিছু বাতিল করতে হয়েছে তাকে।
বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ। করোনার কারণে বাইরে খুব একটা দেখা যায়নি তাকে। এমনকি শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতেই প্রায় দু’বছর আসেননি।