প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ন্যাটো জোটের যুদ্ধ মহড়ায় থাকছে না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২২ ২১:১০:৪১ | আপডেট: ২ years আগে
ন্যাটো জোটের যুদ্ধ মহড়ায় থাকছে না তুরস্ক

গ্রিসে হতে যাওয়া ন্যাটো সামরিক জোটের মহড়ায় অংশ নেবে না তুরস্ক।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম নিরাপত্তা সূত্রের বরাত এ খবর দিয়েছে বলে জানিয়েছে পার্স টুডে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৯ থেকে ২২ মে পর্যন্ত গ্রিসে এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে তুরস্ক তার এফ-সিক্সটিন ফাইটিং ফ্যালকন জঙ্গিবিমান পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে তুরস্কের বিমান বাহিনীর কমান্ড জানিয়েছে, মহড়াকে কেন্দ্র করে গ্রিস যেভাবে কথা বলছে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সংঘর্ষপূর্ণ। গ্রিসকে তাদের ভাষা পরিবর্তনের দাবি জানিয়েছে তুরস্ক। তবে এথেন্স তা অস্বীকার করেছে।

ইস্তাম্বুলের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ন্যাটোর সামরিক মহড়ায় যোগ দিতে তুরস্কের পক্ষ থেকে সব সোহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু গ্রিস কোনো ইতিবাচক ভূমিকায় আসেনি। এমনকি তারা এই মহড়ায় তুরস্কের অংশগ্রহণ দেখতে চায় না। এ কারণে মহড়ায় যোগ দেওয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে তুরস্ক। তাই গত ২২ এপ্রিল স্বাগতিক দেশ গ্রিসকে মহড়ায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

আরেকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তুরস্কের জঙ্গিবিমান প্রায়ই গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করে। এ কারণে গ্রিস চায় না এই সামরিক মহড়ায় তুরস্ক অংশগ্রহণ করুক।

ভয়েস অব অ্যামেরিকার প্রতিবেদনে বলা হয়, এথেন্স সরকার নিজেই তুরস্ককে মহড়া থেকে বাদ দিয়েছে। গ্রিস বলছে, ‘তুরস্ক না কোনো মিত্র, না কোনো বন্ধু।’