সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব। শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।
টুইটারে পদত্যাগের ঘোষণা দিয়ে ডমিনিক রাব বলেন, ‘আমি তদন্তের আহ্বান জানিয়েছি। যদি তারা যৌন হয়রানির কোনো প্রমাণ পায় তবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, আমার কথা রাখাটা গুরুত্বপূর্ণ।’
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানির অভিযোগে একটি প্রতিবেদন জমা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন ডমিনিক রাব। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন এই ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী।
ঋষি সুনাক ব্রিটেনের ক্ষমতায় আসেন গত বছরের অক্টোবরে। তিনি অন্তর্ভূক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তিনি ক্ষমতায় আসার পর ব্যক্তিগত আচরণের দায়ে মন্ত্রিসভা থেকে তৃতীয় প্রভাবশালী রাজনীতিক হিসবে রাব পদত্যাগ করলেন।