ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, শপথ নেওয়ার মাত্র ছয় সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দেশটির কনজারভেটিভ পার্টির এ নেতা।
ধারণা করা হচ্ছে, বিতর্কিত ‘মিনি-বাজেট’ নিয়ে চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন লিজ ট্রাস।
এর আগে ‘অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী’ সংস্কারের জন্য পদত্যাগ করেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াটেং। এরপর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যানের পদত্যাগের খবর আসে।
এসব ঘটনার রেশ না কাটতেই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
গত মাসে সুনাককে হারিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। তবে দায়িত্ব নেয়ার পরও তিনি দলীয় বিশৃঙ্খলা কমাতে পারেননি। উল্টো তা হুহু করে বেড়েছে। এর জেরে তাকে উৎখাতের চেষ্টাও শুরু হয়।
এছাড়াও নির্বাচনী প্রচারে কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন লিজ। কিন্তু ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন দেশটির কনজারভেটিভ পার্টির প্রধান। এর জেরেও তার প্রধানমন্ত্রীর পদ নড়বড়ে হয়।