প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পরমাণু যুদ্ধ নিয়ে পশ্চিমাদের রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২২ ১০:৫৭:৪৬ | আপডেট: ২ years আগে
পরমাণু যুদ্ধ নিয়ে পশ্চিমাদের রাশিয়ার হুঁশিয়ারি
সংগৃহীত

কিয়েভকে অস্ত্র সহায়তা দিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো মূলত রাশিয়ার সঙ্গে ‘ছায়াযুদ্ধে’ লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটি বলছে, পরমাণু সংঘাতের ঝুঁকিকে পশ্চিমারা তুচ্ছ করে দেখতে পারেন না।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন।

ইউক্রেন ইস্যুতে সামনে আসা পরমাণু যুদ্ধের হুমকিকে খাটো করে না দেখতে পশ্চিমাদের সতর্ক করেছে রাশিয়া।

সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেন সংঘাত অবসানে কোনো চুক্তি সই করতে হলে তা মূলত নির্ভর করবে মাঠের সামরিক পরিস্থিতির ওপর। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, ‌‘যেকোনো মূল্যে পরমাণু যুদ্ধ থেকে বিরত থাকার নীতিতে অটল রাশিয়া। এটিই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান। কিন্তু বর্তমানে যে ঝুঁকি তৈরি হয়েছে, তা বিবেচনাযোগ্য।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এসব ঝুঁকি কৃত্রিমভাবে বাড়াতে চাই না। কিন্তু অনেকেই তা চাচ্ছেন। বিশ্ব মারাত্মক ঝুঁকিতে। এমন পরিস্থিতিকে আমরা হালকা করে দেখতে পারি না।’

দুই মাসের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছে। ১৯৪৫ সালের পর কোনো ইউরোপীয় দেশে এটাই সবচেয়ে বড় আক্রমণ। এতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বহু শহর ও নগর। প্রায় ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।