পাকিস্তানের সোয়াতের মারঘাজার পর্বতমালায় দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলাকা দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র। এছাড়া, আগুন ছড়িয়ে পড়েছে খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলায়ও। খবর ডনের।
পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, রোববার দ্বিতীয় দিনের মতো জ্বলতে থাকে আগুন। রেসকিউ ১১২২ এবং বন বিভাগের একাধিক দল আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উদ্ধার বিভাগের মুখপাত্র শফিকা গুল জানিয়েছেন, শনিবার বনাঞ্চলে পাশাপাশি পর্বতমালায়ও আগুন ছড়িয়ে পড়ে। আমরা খবর পাওয়ার পরপরই ৪৫ জন ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে পাঠিয়েছি।
এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বনের আবাসিক এলাকার কাছে ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
রোববার সকাল পর্যন্ত আগুনের ৮০ শতাংশ নেভানো গেছে বলে জানিয়েছেন শফিকা গুল।
মারঘাজার উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এলাকার গাছ এবং সবুজ পাহাড় পর্যটক এবং স্থানীয়দের জন্য একটি আকর্ষণীয় পিকনিক কেন্দ্র।
এদিকে, রোববার ভোরে খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলায় আরেকটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সেখানেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা।