প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে এবার ট্রেনে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৬:৫৪ | আপডেট: ১ year আগে
পাকিস্তানে এবার ট্রেনে বিস্ফোরণ, নিহত ২

পাকিস্তানে এবার বৃহস্পতিবার কোয়েটাগামী জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।

পাকিস্তানভিত্তিক এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ার থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেস চিচাওয়াটনি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় এ বিস্ফোরণ ঘটে। সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জাফর এক্সপ্রেসের ইকোনমি ক্লাসের ছয় নম্বর বগিতে বিস্ফোরণ ঘটে। এতে দুইজন নিহত হন এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হামলার দায় এখন পর্যন্ত কোনও সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

জাফর এক্সপ্রেসে এই নিয়ে দুইবারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটল। এর আগে গত ৩০ জানুয়ারি জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটে এবং অন্তত আটজন যাত্রী আহত হন। সেই সময় ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, সম্প্রতি পাকিস্তানের কোয়েটায় পুলিশ লাইন্স অঞ্চলের কাছে বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হন। অঞ্চলটিতে সম্প্রতি হামলার পরিমাণ বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।