প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২১ ১২:৪৫:৪৮ | আপডেট: ৩ years আগে
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’ এর বরাত দিয়ে এ তথ্য জানা যায়। 

এখনও অনেকে আটকা পড়ে আছেন। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরও সিন্ধু প্রদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। অনেকের আটকা থাকার আশঙ্কায় ধীর গতিতে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

স্থানীয় সময় সোমবার ভোরে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার দারকি শহরে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হওয়া মিল্লাত এক্সপ্রেসকে পাঞ্জাব থেকে করাচিগামী স্যার সৈয়দ এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে অন্তত ১৪টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এর মধ্যে ৮টি বগি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় ৩০ জনের।

এর মধ্যে সাধারণ যাত্রীদের পাশাপাশি রেলকর্মীও রয়েছেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ।