প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৩ ১৬:৩৫:০৫ | আপডেট: ১ year আগে
পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৫

পাকিস্তানের করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে নবাবশাহের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম ডন।

ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

পাকিস্তান রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ডিসিও) মহসিন সিয়াল বলেছেন, অনির্দিষ্ট সংখ্যক বগি লাইনচ্যুত হয়েছে। হতাহতের সংখ্যা নিশ্চিত করেননি ওই কর্মকর্তা।

ডন ডটকমকে ফোনে তিনি বলেন, ‘আমি দুর্ঘটনাস্থলে যাচ্ছি। সাহারা রেলস্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, কেউ বলছে আটটি লাইনচ্যুত হয়েছে এবং কেউ বলছে ১০টি লাইনচ্যুত হয়েছে।’

শহীদ বেনজিরাবাদ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মুহাম্মদ ইউনিস চান্দিও ঘটনাটিকে একটি ‘বড় দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন। তবে হতাহতের সংখ্যা জানাতে রাজি হননি ওই কর্মকর্তা।

তিনি বলেন, ‘ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করার জন্য উদ্ধারকারী দল প্রয়োজন। আমাদের দল এবং কমিশনার ঘটনাস্থলে গেছেন।’

রেলওয়ে ও বিমান চলাচলের ফেডারেল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এই ঘটনায় সতর্ক করা হয়েছে। রেল সচিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।