প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩ ১৬:১২:০৭ | আপডেট: ২ years আগে
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাকি মারওয়াত জেলার শাহবাজ এলাকায় এক পুলিশ চেকপোস্টে আজ রোববার বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে দেশটির একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। দেশটির স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর ডনের।

লাকি মারওয়াত পুলিশের মুখপাত্র শাহিদ হামিদ ডনকে বলেছেন, সন্ত্রাসীরা ভারী এবং স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে পুলিশ চেকপোস্টে হামলা চালায় এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এতে আরপিজি-৭এস, গ্রেনেড এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্র সন্ত্রাসীরা ব্যবহার করে।

শাহিদ হামিদ আরও বলেন, পুলিশের সময়মতো পদক্ষেপে এই হামলা প্রতিহত হয়েছে। এছাড়া পুলিশের পাল্টা আক্রমণে প্রধান এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানান তিনি।

ওই অঞ্চলে অভিযান চলছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ বেড়েই চলেছে। গত সপ্তাহেই ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশসদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।