প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশের গাড়িতে বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩ ১৩:৫৭:৫৩ | আপডেট: ১ year আগে
পাকিস্তানে পুলিশের গাড়িতে বিস্ফোরণে নিহত ৯
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় বেলুচিস্তান কনস্ট্যাবুলারির অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন।

স্থানীয় পুলিশের এসএসপি মাহমুদ নোটেজাই এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কনস্ট্যাবুলারি ভ্যানটি সিবি থেকে কোয়েটা ফেরার পথে বোলানের কামব্রি ব্রিজের কাছে এই বিস্ফোরণ ঘটে। 

এসএসপি মাহমুদ আরও বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে এটিকে আত্মঘাতী হামলা মনে হচ্ছে। তবে তদন্তের পরেই হামলার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দেশটির পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় দল পৌঁছেছে এবং বিস্ফোরণের পর এলাকায় অভিযান চলছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী। তবে গত বছরের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সাথে আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে, জঙ্গি গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ তীব্র করেছে।

গত কয়েক মাসে গোষ্ঠীটি পাকিস্তানজুড়ে বেশকয়েকটি বড় হামলা চালিয়েছে। এরমধ্যে অন্যতম হল পেশাওয়ারের পুলিশ লাইন মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, যেখানে শতাধিক মানুষ নিহত হয়েছেন।