পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় শনিবার ফের বিস্ফোরণ ঘটেছে। এতে দেশটির দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। রোববার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পুঁতে রাখে। এরপর পুলিশ কর্মীরা যখন টহল দিচ্ছিল এবং ওই এলাকা দিয়ে যাচ্ছিল তখন বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই পুলিশ ভ্যানের চালক দীন মুহাম্মদ নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।
এরপর দ্রুত খুজদারের ডেপুটি কমিশনার ইলিয়াস কিবযাই ঘটনাস্থলে যান এবং আহতদের ডিস্ট্রিক হেডকোয়ার্টারস হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
দেশটির নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের এলাকা ঘিরে রেখেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এই নিয়ে তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বেশ বেড়েছে। এতে দেশটির সাধারণ জনগণের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।