পাকিস্তানে পাঞ্জাবের কালার কাহারে ভয়াবহ বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন। খবর ডন’র।
রোববার রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কালার কাহার শহরের কাছে বিয়ের অনুষ্ঠানের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
উদ্ধার ও পুলিশ কর্মকর্তাদের তথ্যানুযায়ী, রোববার রাতে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে আরও দুজন নিহত হয়। এতে গাড়ির চালকও মারা গেছেন।
আহতদের কালার কাহারের তেহসিল হেডকোয়ার্টার্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক ডনকে বলেন, বিয়ের ওই পার্টি ইসলামাবাদ থেকে লাহোরে ফিরছিল।
তিনি আরও বলেন, গাড়িটি ইসলামাবাদ-লাহোর মোটরওয়ের একটি বাঁকা প্যাচের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন গাড়ির ব্রেকফেইল হয় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত ছয়জনকে রাওয়ালপিন্ডির হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আহতদের যেন সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হয়-এনিয়ে নির্দেশ দিয়েছেন তিনি।