প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৩ ১১:৫০:৪৩ | আপডেট: ১ year আগে
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানের বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় একটি গাড়িকে লক্ষ্য করে ল্যান্ডমাইন বোমা বিস্ফোরণে ইউনিয়ন কাউন্সিলের (ইউসি) চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছে।

নিহতরা হলেন মোহাম্মদ ইয়াকুব, ইব্রাহিম, ওয়াজিদ, ফিদা হুসেন, সরফরাজ এবং হায়দার। তারা বালতাগর এবং পাঞ্জগুরের বাসিন্দা। 

সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার রাতে বালগাটার ইউসি চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুব একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় তার গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে ল্যান্ডমাইন বোমা স্থাপন করেছিল। গাড়িটি বলগাটার এলাকায় চাকর বাজারে পৌঁছানোর সাথে সাথে বোমাটি বিস্ফোরিত হয়।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইসহাক বালগাত্রির পিতা ইয়াকুব বালগাত্রি এবং তার ১০ জন সঙ্গীকে একই এলাকায় হত্যা করা হয়েছিল। নিষিদ্ধ বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) হামলার দায় স্বীকার করেছে।