প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণ, হতাহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২২ ১২:১০:১৫ | আপডেট: ২ years আগে
পাকিস্তানে বোমা বিস্ফোরণ, হতাহত ১৪

পাকিস্তানে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে একজন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। খবর জিয়ো নিউজ’র।

শুক্রবার জিয়ো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে দেশটির করাচি শহরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাউথ শারজিল খারাল।

তিনি বলেন, বিস্ফোরণের সময় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশের ভবনগুলোর জানালা ভেঙে গেছে। একটি সাইকেলে ওই বোমাটি লুকানো ছিল। নিরাপত্তা বাহিনীর গাড়ি সাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এতে প্রায় ১৪ জনের হতাহতের ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম ওমর সিদ্দিকি। তিনি জিন্নাহ হাসপাতালে কাজ করেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

ওই ঘটনার পর এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রাখে। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।