প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৯০

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩ ১১:৪৪:১৩ | আপডেট: ১ year আগে
পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৯০
এএফপি ছবি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকায় একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। আহত আরও শতাধিক মানুষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। খবর জিও নিউজ।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। মসজিদের একটি অংশ ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষের নিচে চাপাপড়া লোকজনকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান পেশোয়ারের সব হাসপাতালে জরুরি চিকিৎসা পরিস্থিতি জারি করেছেন।

মঙ্গলবার পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের ওই ঘটনায় আরও ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, গতকাল সোমবার জোহরের মসজিদের সামনের সারিতে উপস্থিত আত্মঘাতী হামলাকারী শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে এ বিপুল হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের অনেকেই পুলিশ কর্মকর্তা, তারা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন।

মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় করেন সিভিল সেক্রেটারিয়েট অ্যাসোসিয়েশন পেশোয়ারের সভাপতি তাসাভুর ইকবাল। তিনি বলেন, ‘পুলিশ লাইনস এলাকায় সবসময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরিচয়পত্র এবং দেহতল্লাশি ছাড়া কেউই এ মসজিদে প্রবেশ করতে পারে না।’ পেশোয়ারের এ বাসিন্দা বলেন, আজকের এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটা অনেক বড় মসজিদ। একসঙ্গে অসংখ্য মানুষ নামাজ পড়তে পারেন।

পেশোয়ারে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, সেনাপ্রধান আসিম মুনিরসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘এ হামলা পুরো পাকিস্তানের ওপর হামলার শামিল, আমার কোনো সন্দেহ নেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো সন্ত্রাসবাদ মোকাবিলা।’

এদিকে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে দেশটির সশস্ত্রগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানি তালেবানের কমান্ডার সারবাকাফ মোহমান্দ টুইটারে দেওয়া এক বার্তায় পেশোয়ার মসজিদে হামলার দায় স্বীকার করেছেন। তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জঙ্গিগোষ্ঠীটির প্রধান মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত টিটিপি কমান্ডার উমর খালিদ খুরাসানির ভাই মোহমান্দ।

গত বছর আগস্টে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত হন উমর খালিদ। ভাইকে হত্যার প্রতিশোধ নিতেই পেশোয়ারের মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তালেবানের কমান্ডার মোহমান্দ।