প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে মূল্যবৃদ্ধির হার ৫ দশকে সর্বোচ্চ, রেকর্ড দরপতন রুপির

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩ ১৬:৩৯:৩৪ | আপডেট: ২ years আগে
পাকিস্তানে মূল্যবৃদ্ধির হার ৫ দশকে সর্বোচ্চ, রেকর্ড দরপতন রুপির
প্রতীকী ছবি

গত কয়েক মাস ধরেই পাকিস্তানের আর্থিক শোচনীয়। এ বার দেশটির সরকারি পরিসংখ্যানও সেই অবস্থাকেই তুলে ধরেছে। গত মার্চে পাকিস্তানে বার্ষিক মূল্যবৃদ্ধির হার পৌঁছেছে ৩৫.৩৭ শতাংশে। যা গত পাঁচ দশকে সর্বাধিক। গত মাসের সাপেক্ষে মূল্যবৃদ্ধির হার ৩.৭২ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় তা গড়ে ২৭.২৬ শতাংশ।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে তার প্রতিফলন দেখা গেছে। আটা, চিনি, ভোজ্য তেলের দাম ক্রমাগত বেড়েছে। এর ফলে সবচেয়ে খারাপ অবস্থা নিম্ন আয়ের মানুষদের। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, রমজান মাসেও সরকারি ভর্তুকি দেয়া খাদ্যদ্রব্য বণ্টন স্থলে খাবার নেয়ার জন্য উপচেপড়ছে ভিড়।

মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণে সরকার সুদের হার বৃদ্ধি, অত্যাবশ্যক খাদ্যদ্রব্যের উপরে আমদানি শুল্ক হ্রাসের মতো নানা পদক্ষেপ প্রহণ করলেও তার প্রভাব খুবই সীমিত।

গত ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানে প্রতি লিটার পেট্রলের দাম ২২ দশমিক ২০ রুপি বেড়ে হয়েছে ২৭২ রুপি, যা সর্বকালীন রেকর্ড। দেশটিতে খোলা দুধের দাম এখন প্রতি লিটার ২১০ রুপি। প্রতিদিনই ৩০ থেকে ৪০ রুপি করে বাড়ছে খাবারের দাম।

এদিকে দেশটির মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মুদ্রা রুপির বিপরীতে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত আছে। আজ মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়ে ২৮৭ দশমিক ২৯ রুপিতে পৌঁছেছে। সোমবার যা ছিল ২৮৫ দশমিক শূন্য চার।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের দেওয়া তথ্যানুযায়ী, গত ২ মার্চ প্রতি ডলার সমান রুপি ছিল ২৮৫.০৯। এর আগে বিশ্লেষকরা, পাকিস্তানি রুপির রেকর্ড পতনকে আইএমএফ-এর সঙ্গে পাকিস্তান সরকারের অচলাবস্থাকে দায়ী করেন।

গত কয়েক মাসে পাকিস্তানে ক্রমশ কমেছে বিদেশি মুদ্রার পরিমাণ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকের ঋণ পাওয়ার জন্য তাদের সমস্ত দাবি মেনে নেয়ায় কোপ পড়েছে প্রায় সব সরকারি প্রকল্পে। আর্থিক নীতির প্রভাবে কয়েক হাজার মানুষের চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।