পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।
পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছেপাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
কর্মকর্তাদের মতে, শুক্রবার পাকিস্তানের করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেডিং এস্টেট এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মচারীদের পরিবারের মধ্যে যাকাত বণ্টনের সময় এ ঘটনা ঘটে।
একটি বিবৃতিতে, কেমারি পুলিশ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে এবং বলেছে যে আরও তদন্ত চলাকালীন মৃত ও আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কেয়ামারির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারি বলেন, এফকে ডাইং কোম্পানি তাদের কর্মচারীদের পরিবারকে জাকাত বিতরণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তবে কারখানার বাইরে খাবার সংগ্রহ করতে উপস্থিত কয়েকশ’ মানুষ একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে এই পদদলনের ঘটনা ঘটে। এ সময় অনেকে রাস্তার পাশের ড্রেনে পড়ে যান। ড্রেনের পাশের একটি দেয়ালও ধসে পড়ে।
এসএসপি জানওয়ারি জানিয়েছেন, পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে, অবহেলার অভিযোগে কয়েকজন কর্মচারীকে আটক করেছে এবং নারীদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করেছে।
এসএসপি বলেন, যথাযথ ব্যবস্থা না করার জন্য ফার্মের ম্যানেজার ও সুপারভাইজারসহ তিনজন কর্মচারীকে আটক করা হয়েছে। তবে, কোম্পানির মালিক উপস্থিত ছিলেন না।
এদিকে, কর্তৃপক্ষকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
গত সপ্তাহে রমজান মাস শুরু হওয়ার পর থেকে খাবার বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে নিহতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত পদদলিত হয়ে মোট ২১ জন নিহত হয়েছে।