প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে ১ ডলার পৌঁছালো ২০২ রুপিতে

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২২ ২০:১৬:২৪ | আপডেট: ২ years আগে
পাকিস্তানে ১ ডলার পৌঁছালো ২০২ রুপিতে

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম এ যাবতকালের সবচেয়ে তলানিতে নেমেছে। মঙ্গলবার আন্তঃব্যাংক মিনিময় হার ১ ডলারের বিপরীতে সর্বোচ্চ ২০৩.৪৫ পাকিস্তানি রুপিতে পৌঁছায়। যদিও দিন শেষে তা ২০২ রুপিতে স্থির হয়। খবর ডনের।

এ হার আন্তঃব্যাংকের ক্ষেত্রে হলেও দুপুর নাগাদ খোলাবাজারে ১ ডলার বিক্রি হয়েছে ২০৪ রুপিতে।

আমদানিকৃত তেলের মূল্য পরিশোধ ও আন্তর্জাতিক মনিটরিং ফান্ড (আইএমএফ) এর কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়টি অনিশ্চিত হওয়ার আশঙ্কায় ডলারের বিপরীতে দেশটিতে রুপির এ মূল্যপতন হয়।

আরও পড়ুন- এক ডলার এখন ৯২ টাকা

গতকাল লেনদেন শেষ হয়েছিল ১ ডলার ২০০.৪০ রুপিতে। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই ডলারের দাম বাড়তে থাকে। অবশ্য দিন শেষে কিছুটা মূল্য উদ্ধার করে ২০২ রুপিতে শেষ হয় লেনদেন।

যদিও, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এক টুইট বার্তায় জানায়, ৬ জুন লেনদেন শেষে ডলারের বিপরীতে রুপির দাম ২০০.০৬ রুপিতে দাঁড়িয়েছে। যা ৩ জুন ছিল ১৯৭.৯২ রুপি।