নানান জল্পনা-কল্পনা ও গুজবের পর পাকিস্তানের নতুন সোনাপ্রধান (সিওএএস) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে এই ঘোষণা দিয়ে জানান, প্রধানমন্ত্রী তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এ পদক্ষেপ নিয়েছেন।
সেইসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, প্রেসিডেন্ট আলভির কাছে এর সারসংক্ষেপ পাঠানো হয়েছে। আইন ও সংবিধান অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজের এই নিয়োগকে সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে দেশটির সেনাপ্রধান হিসেবে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া। তার ২০১৯ সালে অবসর নেওয়ার কথা ছিল। তবে তার অবসর নেওয়ার ঠিক তিন মাস আগে ২০১৯ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সেনাপ্রধানের মেয়াদ তিন বছরের জন্য বাড়িয়েছিলেন ।